স্প্যানিশ লা লীগার ম্যাচে আজ আবারও মাঠে নামতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। নিজেদের বর্তমান ঘরের মাঠ আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ২ টায় রিয়াল মায়োর্কার বিপক্ষে মাঠে নামবে লস ব্ল্যাংকসরা। ম্যাচটি ফেসবুক লাইভের মাধ্যমে সরাসরি উপভোগ করা যাবে।
গতকাল নিজেদের ম্যাচে বার্সেলোনা এথলেটিক বিলবাওকে হারানোয় ন্যূনতম ঠিক ২৪ ঘন্টার জন্য শীর্ষস্থান দখল করে বার্সেলোনা। আজকে নিজেদের ম্যাচে রিয়াল মাদ্রিদ জয়লাভ করলেই আবারও শীর্ষস্থান পুনুরুদ্ধার করবে জিনেদিন জিদানের দল।
গুরুত্বপূর্ণ এই ম্যাচটিতে মাঠে নামার আগে নিজেদের সেরা একাদশ পাবেনা রিয়াল মাদ্রিদ। ইনজুরির কারণে আজকের ম্যাচে থাকবেন না রিয়াল দলপতি সার্জিও রামোস। অপরদিকে কার্ড সংক্রান্ত ঝামেলায় মাঠে নামা হবে না ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরোরও!
অপরদিকে ইনজুরির থাবা আছে মায়োর্কার শিবিরেও! কি সুং ইউং এবং কৌত্রিসের সার্ভিস পাবে না সফরকারীরা।