প্রায় ৮০ বছরের পুরনো রেকর্ড নতুন করে লিখলেন মেক্সিকান বংশোদ্ভূত আর্জেন্টাইন তরুণ তারকা লুকা রোমেরো। বুধবার রাতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে ইতিহাসের পাতায় নাম লেখান তিনি। লা লিগার ইতিহাসে সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে মাঠে নামার রেকর্ড গড়েছেন এই তারকা।
লিওনেল মেসির সঙ্গে খেলার ধরনে অনেকটা মিল থাকায় বেশ আগেই ‘মেক্সিকান মেসি’ তকমা পেয়েছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। জন্ম মেক্সিকোতে হলেও তিনি এখন খেলছেন আর্জেন্টিনার বয়সভিত্তিক দলে।
বুধবার রাতে রিয়ালের ঘরের মাঠ আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাত্র ১৫ বছর ২১৯ দিন বয়সে অভিষেক হয়েছে রোমেরোর।
এতদিন লা লীগার সবচেয়ে কনিষ্ঠ ফুটবলারের তকমা নিজের করে রেখেছিলেন ১৯৩৯ সালে মাত্র ১৫ বছর ২৫৫ দিন বয়সে সেল্টা ভিগোর হয়ে মাঠে নামা ফ্রান্সিস্কো বাও রদ্রিগেজ।